এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথমপত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ২৮ জুন ২০২৩, ০০:০৫
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অর্থসঙ্কটে ‘ক’ সিটি করপোরেশন। এ সঙ্কটে পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেয়া ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ড ফান্ড) টাকা খরচ করে ফেলেছে সিটি করপোরেশন। সমপরিমাণ অর্থ করপোরেশনের পক্ষ থেকে এই তহবিলে জমা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের আনুতোষিকের (গ্রাচ্যুইটি) টাকাও দিতে পারছে না করপোরেশন। ঠিকাদারদের প্রায় ২০ কোটি টাকার বিল বাকি পড়েছে।
১. উদ্দীপকের সিটি করপোরেশনের সম্পদ ও দায়ের সামঞ্জস্য বিধানের জন্য প্রয়োজন-
i. অভ্যন্তরীণ জবাবদিহিতা সৃষ্টি
ii. সততা ও দায়িত্ববোধের বিকাশ
iii. একাধিক বছরের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ১. ঘ।